মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে শিরোপা দৌড়ে কাগজে যে দুটি দলকে এগিয়ে রাখা হয়েছে তার মধ্যে একটি চিটাগং ভাইকিংস। দেশি বিদেশি প্লেয়ারদের সমন্বয়ে দলটি যেভাবে গড়ে তোলা হয়েছে, তাতেই হয়তো ভক্তদের এমন প্রত্যাশা।
বিপিএলের এবারের আসরে তামিমের চিটাগং ভাইকিংস ম্যাচ খেলেছে ১০টি, যেখানে তাদের জয় ৬টিতে। ৬ জয়ে, ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চিটাগং। আর এই দলেই খেলছেন টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা ক্যারিবীয় ব্যাটিং টর্নেডো ক্রিস গেইল।
চিটাগং ভাইকিংসদের হয়ে গেইল এই পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। প্রথমটিতে তার ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল এবারের শিরোপা প্রত্যাশী দল চিটাগং। যদিও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি গেইল। খুলনা টাইটানসের বিপক্ষে ১১ বলে ১৯ রানের ছোট এক ইনিংস খেলে ক্রিজ ছাড়া হয়েছিলেন।
গেইল যদি দলের হয়ে রান নাও করেন, তাহলেও সতীর্থরা বেশ রিলাক্স থাকেন বলে মনে করেন ভাইকিংস টপঅর্ডারের ব্যাটসম্যান জহুরুল ইসলাম, ‘গেইল যদি রান নাও করেন বাকি খেলোয়াড়রা তাতেও একটু রিলাক্সড থাকে। তার মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, তার সাথে খেলা অনেক বেশি কিছু। সে যখন ব্যাটিংয়ে নামে এটা অন্য খেলোয়াড়কে বুস্টআপ করে। তার মতো খেলোয়াড় খেললে সব সময় বাড়তি একটা সুবিধা পাবেনই। ’
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে গেইলকে নিয়ে এভাবেই নিজের কথা জানান জহুরুল।
এদিকে বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে দলকে খুব বেশি রান এনে দিতে পারেননি টপঅর্ডার ব্যাটসম্যান জহুরুল। চিটাগংয়ের হয়ে ৯ ম্যাচে ব্যাট হাতে নেমে এই পর্যন্ত তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩৬ রান। গত ১৪ নভেম্বর ঢাকার বিপক্ষে এই সংগ্রহের দেখা পান তিনি। তার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহটি ছিল প্রথম ম্যাচে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের বিপক্ষে তার অপরাজিত ২৯ রানের ইনিংসটি দলের জয়ের পথ প্রশস্ত করেছিল।
তবে দিন শেষে দলের জয়ই যেখানে শেষ কথা, সেখানে নিজের ব্যক্তিগত সংগ্রহ নিয়ে খুব বেশি চিন্তিত নন জহুরুল, ‘আসলে আমাদের দলে টপঅর্ডার ব্যাটসম্যান অনেক বেশি। আমি নিজেও একজন টপঅর্ডার ব্যাটসম্যান। হয়তো বিপিএলে আমি যে দলে আছি আমার পজিশনে খেলে এমন পাঁচ-ছয়জন ব্যাটসম্যান আছে। আমাকে একটু নিচে খেলতে হয়। তবে সব মিলিয়ে টিম ভালো করলে নিজের পারফরমেন্সটা খুব একটা ভূমিকা রাখে না। আশা করবো দল জিতবে। নিজের পারফরমেন্সটা দলের যখন যেমন দরকার হয় সেটুকু করতে পারলে খুশি হবো। ’
০২ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের শীর্ষে থাকা সাকিবের ঢাকার মুখোমুখি হবে তামিম-জহুরুল-গেইলের চিটাগং ভাইকিংস।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি