মিরপুর থেকে: গেল ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ফেরার সময় সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয় আফগান টপঅর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। সাথে দুই ম্যাচ নিষেধাজ্ঞার খড়গও নেমে আসে তার ওপরে।
ওই ঘটনার পরে গেল ৩০ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাকে মাঠে দেখা না গেলেও শনিবার (৩ ডিসেম্বর) বরিশাল বুলসের বিপক্ষে মাঠে দেখা গেল দুই ম্যাচ নিষিদ্ধ থাকা রংপুর রাইডার্সের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। মানে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকলেও একটিতেই তার প্রয়োগ দেখা গেছে।
নিষেধাজ্ঞা শেষ না হতেই কেন তাকে মাঠে নামানো হলো? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘শাহজাদের শাস্তি কমানোর জন্য দলটি (রংপুর) বিপিএল গভর্নিং বোর্ডের কাছে আপিল করে। আর টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বিবেচনা করেই তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। ’
বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে শাহজাদ ৪৮ রান করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি