মিরপুর থেকে: তামিম ইকবাল ব্যাটিংয়ে নামা মানেই রানের ফুলঝুরি। চিটাগং ভাইকিংসের হয়ে দায়িত্বশীল ইনিংস খেলছেন নিয়মিত।
রাজশাহী কিংসের বিপক্ষে মঙ্গলবারের (৬ ডিসেম্বর) এলিমিনেটর ম্যাচেও ইনিংস মেরামতের দায়িত্ব নেন তামিম। আজও অর্ধশতক (৫১) তুলে নেন চিটাগংয়ের অধিনায়ক। বিপিএলে ১৩তম ম্যাচে এটি তামিমের ষষ্ঠ অর্ধশতক।
নামের পাশে আর ১১ রান যোগ করতে পারলেই তামিম পৌঁছে যেতেন দারুণ এক মাইলফলকে। বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান করার রেকর্ডটি হতো তার।
বিপিএলে এক আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ৪৮৬। প্রথম আসরে পাকিস্তানের আহমেদ শেহজাদ বরিশাল বার্নাসের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন। ৬১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা তামিম আউট হন যখন শেহজাদকে ছুঁতে মাত্র ১০ রান দূরে।
রেকর্ডের হাতছানি নিয়ে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৫১ রান করে কেসরিক উইলিয়ামসের বলে সামিট প্যাটেলের হাতে কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।
আউট হওয়ার আগে অবশ্য বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজারি রানের অভিজাত ক্লাবে নাম লেখান তামিম। বিপিএলের চার আসরে মিলে এক হাজার রান ছুঁতে ২৫ রানে পিছিয়ে ছিলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলের চার আসরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই এই কীর্তি গড়েন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মজার ব্যাপার হলো, মাইলফলকে পৌঁছানো তিন ব্যাটসম্যানই তিন দলের অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম