ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে শফিউলের বদলি রাব্বি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নিউজিল্যান্ড সিরিজে শফিউলের বদলি রাব্বি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না পেসার শফিউল ইসলামের। তার বিকল্প হিসেবে দলে এসেছেন কামরুল ইসলাম রাব্বি।

মিরপুর থেকে: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না পেসার শফিউল ইসলামের। তার বিকল্প হিসেবে দলে এসেছেন কামরুল ইসলাম রাব্বি।

বুধবার (০৭ ডিসেম্বর) রাতে শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে এ কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘গতকাল শফিউল যে ইনজুরিতে পড়েছে আজকে স্ক্যান করার পর আমরা যেই রিপোর্ট পেয়েছি তাতে ফিট হতে তিন থেকে পাঁচ সপ্তাহ লেগে যেতে পারে। তার পরিবর্তে আমরা কামরুল ইসলাম রাব্বিকে অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য পাঠাচ্ছি। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। তারপর টি-টোয়েন্টি। শেষে হবে টেস্ট সিরিজ। প্রধান নির্বাচক আশা করছেন টেস্ট সিরিজের আগেই ফিট হয়ে যাবেন শফিউল। আর তাহলে টেস্ট সিরিজের দলে তাকে বিবেচনা করা হবে, ‘ইনজুরি থেকে শফিউলি যদি রিকভারি করতে পারে টেস্টের আগে তাহলে আমরা তাকে বিবেচনা করবো। বিপিএলে আপনারা ওর পারফরম্যান্স দেখেছেন। খুবই ভালো বোলিং সে করছিল। সে হিসেবে আমি মনে করি যত তাড়াতাড়ি সুস্থ হবে তত আমাদের দলের জন্য ভালো। ’

ক্যারিয়ারের দারুণ সময়ে ছিলেন শফিউল। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা এ পেসার খুলনা টাইটানসের হয়ে বিপিএল কাঁপিয়েছেন ১৩ ম্যাচে ১৮ উইকেট। কিন্ত গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ে চোট পান শফিউল। ছোট রানআপে এক ওভার বোলিং করলেও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে রক্ষা পাননি এ বোলার।

তাকে ঘিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই স্বপ্ন দেখছিলো বাংলাদেশের সমর্থকরা। অথচ তিনিই কি না শেষ পর্যন্ত যোগ দিলেন ইনজুরির মিছিলে। শফিউলের সাম্প্রতিক ফর্ম নিয়ে মিনহাজুল আবেদিন বলেন, ‘বিপিএলে ১৩টা ম্যাচ এক নাগাড়ে খেলে গেছে একটা পেসারের জন্য এটা অনেক বড় ব্যাপার। হয়তো গত সাত-আট বছরে এত কম সময়ে ১৩টা ম্যাচ খেলেনি। সে হিসেবে আমার বিশ্বাস ও তাড়াতাড়ি ফিরে আসবে। ’ 

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১০ দিনের অনুশীলন ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়া যাবে ২২ সদস্যের বাংলাদেশ দল। সিডনিতে স্থানীয় ক্লাবের সাথে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মূল ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান মিনহাজুল আবেদিন।

আগামীকাল রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দলের একাংশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। ৯ ডিসেম্বর বিপিএল ফাইনালে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা যাবেন ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।