ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পন্টিং-ওয়ার্নদের থেকে এগিয়ে ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
পন্টিং-ওয়ার্নদের থেকে এগিয়ে ল্যাঙ্গার ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা জাস্টিন ল্যাঙ্গার। এই পদের দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শেন ওয়ার্ন আর ব্রাড হ্যাডিন।

ঢাকা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা জাস্টিন ল্যাঙ্গার। এই পদের দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শেন ওয়ার্ন আর ব্রাড হ্যাডিন।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।

আসন্ন এই সিরিজে দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান টি-টোয়েন্টি দলকে কোচিং করাতে পারবেন না বলেই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ল্যাঙ্গার। যদি, বোর্ড তাকে নিয়োগ দেয়।

আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এর ১৬ ঘণ্টা পরই ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার টেস্ট ম্যাচ খেলতে নামবে স্টিভেন স্মিথের দলটি। তাই, টি-টোয়েন্টির দলটিকে নিয়ে কাজ করার জন্য আলাদা কোনো কোচ চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।