ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশেষ স্পেলে দারুণ কিছু করার প্রত্যয় তাসকিনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিশেষ স্পেলে দারুণ কিছু করার প্রত্যয় তাসকিনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বল হাতে সময়টা বেশ ভালোই যাচ্ছে টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের। আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে বিপিএলের চলতি আসরেও তার বোলিং ছিল দুর্দান্ত। কেন বলছি?

মিরপুর থেকে: বল হাতে সময়টা বেশ ভালোই যাচ্ছে টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের। আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে বিপিএলের চলতি আসরেও তার বোলিং ছিল দুর্দান্ত।

কেন বলছি? আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে তাসকিনের উইকেট ছিল ৭টি। এরপর আসে ইংল্যান্ড সিরিজ। এখানে তিন ম্যাচ সিরিজে তুলে নেন ৩টি উইকেট। দুই সিরিজে তার মোট উইকেট সংখ্যা ১০টি। কম যাননি বিপিএলেও। চিটাগং ভাইকিংসের হয়ে ১১ ম্যাচে থলিতে পুড়েছেন ১৫টি উইকেট।  

বোলিংয়ের এই ধারাবাহিকতাটা নাকি আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও ধরে রাখবেন তাসকিন। সম্ভব হলে করবেন আরও ভালো কিছু। তার আগে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মিরপুরে তাসকিন বলেন, ‘আমাদের চিন্তা থাকবে নিউজিল্যান্ডের কন্ডিশনে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেয়া। ইচ্ছা আছে বিশেষ কোনো স্পেল করার, যাতে বাংলাদেশকে জেতানো যায়। সেটাই মূল লক্ষ্য থাকবে। ’

তাসকিনের অবশ্য এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত না করার কোনো কারণও নেই। কেননা চিটাগং ভাইকিংসের হয়ে মাত্রই শেষ করেছেন বিপিএল। আর এখানে তিনি বেশ ভালো ছন্দে ছিলেন। সাথে পাচ্ছেন সদ্য শেষ হওয়া দুটি আন্তর্জাতিক সিরিজে ভালো বোলিংয়ের তরতাজা অভিজ্ঞতা, মাশরাফির মতো সিনিয়র এবং নিজের হাড়ভাঙা পরিশ্রম। সাথে থাকছে অস্ট্রেলিয়ায় ১০ দিনের অনুশীলনের সুযোগ।

এসব কিছুর সমন্বয়ে আসন্ন সিরিজেও স্বাগতিকদের বিপক্ষে আবার জ্বলে উঠতে চাইছেন তাসকিন, ‘আমি অনেক কিছু শিখছি সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে। বাড়তি কিছু অনুশীলন করেছি। যত বেশি প্রাকটিস করা যায় তত ভালো হবে। ভেরিয়েশন নিয়েও কাজ করেছি। অস্ট্রেলিয়ায় ১০ দিন অনুশীলন করবো। সেখানে যদি সবকিছু ঠিক থাকে এবং আমি ফিট থাকি, তাহলে ভালো কিছু করতে পারব আশা করছি। ’
 
এদিকে বিপিএলে চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন দুই টাইগার পেসার শফিউল ইসলাম ও মোহাম্মদ শহীদ। দলে তাদের অনুপস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে তাসকিন আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে ভালো ফাস্ট বোলাররা ইনজুরড হয়েছে। এখন আসলে আমরা যারা আছি তাদের সবারই দায়িত্ব নিতে হবে। যারা খেলে, সবাই আসলে সবসময় দায়িত্ব নেয়। সবাই ভালোই খেলতে চায়। আমরা যারা আছি আর বিপিএলে যেটা করেছি সেটা ধরে রাখতে চাইবো। ’

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ। প্রথম ধাপে তাসকিনরা গেলেও বিপিএলের ফাইনাল ম্যাচের জন্য যারা এই বহরে যাচ্ছেন না তারা ঢাকা ছাড়বেন শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৮ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।