ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারের সিরিজেও অনিশ্চিত রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
সীমিত ওভারের সিরিজেও অনিশ্চিত রাহানে ছবি: সংগৃহীত

আঙুলের ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি টেস্টে ছিটকে গেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে জোরালো সংশয় দেখা দিয়েছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্ট শেষে ২-০ তে এগিয়ে ভারত।

ঢাকা: আঙুলের ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি টেস্টে ছিটকে গেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে জোরালো সংশয় দেখা দিয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্ট শেষে ২-০ তে এগিয়ে ভারত।

মুম্বাই টেস্ট (৮-১২ ডিসেম্বর) শুরুর অাগে অনুশীলনের সময় ডান হাতের আঙুলের ফ্র্যাকচারে ভোগেন ২৮ বছর বয়সী রাহানে। চোট গুরুতর হওয়ায় তার টেস্ট সিরিজও শেষ হয়ে যায়। প্রথম তিন ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। পাঁচ ইনিংস মিলে রান করেন মাত্র ৬৩।

পুরোপুরি সেরে উঠতে কতদিন লাগতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। রাহানে দলের দ্বিতীয় খেলোয়াড় যিনি অলরাউন্ডার হার্দিক পান্ডের পর সীমিত ওভারে সিরিজে অনিশ্চয়তায় পড়লেন।

বড়দিনের (ক্রিসমাস) ছুটি সামনে রেখে প্রায় এক মাসের বিরতি পাচ্ছে ইংলিশরা। চেন্নাইয়ে পঞ্চম টেস্ট (১৬-২০ ডিসেম্বর) শেষের পর দেশে ফিরে যাবে সফরকারীরা।

পুনেতে আগামী বছরের ১৫ জানুয়ারি প্রথম ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। তিনটি ওয়ানডের পর রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।