ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল একাদশে তামিম-সাব্বির-স্যামি-ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিপিএল একাদশে তামিম-সাব্বির-স্যামি-ব্রাভো বাঁ থেকে তামিম, সাব্বির, স্যামি ও ব্রাভো-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবশেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৬ মৌসুমের আসর। ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপার মুকুট পড়ে ঢাকা ডায়নামাইটস। তবে পুরো আসরে এ দুই দল ছাড়াও আলো ছড়িয়েছেন বেশ কয়েকটি দলের ক্রিকেটার। আর পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার বাছাই করে একটি একাদশ তৈরি করেছে ‘ক্রিকইনফো’

ঢাকা: অবশেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৬ মৌসুমের আসর। ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপার মুকুট পড়ে ঢাকা ডায়নামাইটস।

তবে পুরো আসরে এ দুই দল ছাড়াও আলো ছড়িয়েছেন বেশ কয়েকটি দলের ক্রিকেটার। আর পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার বাছাই করে একটি একাদশ তৈরি করেছে ‘ক্রিকইনফো’

এ একাদশে জায়াগা হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক চিটাগং কিংসের অধিনায়ক তামিম ইকবালের। আছেন সর্বোচ্চ উইকেট শিকারি ঢাকার ডোয়েন ব্রাভো। এছাড়া জায়াগা পেয়েছেন প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। তবে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রাজশাহীকে ফাইনালে নিয়ে যাওয়া ড্যারেন স্যামি।

বিপিএলের নিয়ম অনুযায়ী দেশি ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে সাতজনকে। আর বাকি চার ক্রিকেটার পূর্ণ হয়েছে বিদেশিদের দিয়ে। আর এই দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।

নিচে বিপিএলের সেরা একাদশ দেওয়া হলো:

# তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস)-৪৭৬ রান, গড় ৪৩.২৭, স্ট্রাইকা রেট ১১৫.৮।

# মেহেদি মারুফ (ঢাকা ডায়নামাইটস)-৩৪৭ রান, স্ট্রাইক রেট ১৩৫.৫৪।

# সাব্বির রহমান (রাজশাহী কিংস)-৩৭৭ রান, স্ট্রাইক রেট ১১৭.৮১।

# মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)-৩৯৬ রান, গড় ৩৩, ১০ উইকেট, ইকোনোমি ৭.৪১।

# মোহাম্মদ নবী (চিটাগং ভাইকিংস)-বিদেশি, ২৩০ রান, স্ট্রাইক রেট ১৭৪.২৪, ১৯ উইকেট, ইকোনোমি ৬.৪৭।

# ড্যারেন স্যামি (রাজশাহী কিংস)-অধিনায়ক, বিদেশি, ২৭৬ রান, স্ট্রাইক রেট ১৭৪.৬৮, ৬ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৪।

# মুশফিকুর রহিম (বরিশাল বুলস)-উইকেটরক্ষক, ৩৪১ রান, গড় ৩৭.৮৮, স্ট্রাইক রেট ১৩৪.৭৮, ৭ ডিসমিসাল।

# ডোয়েন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস)-বিদেশি, ১০৪ রান, ২১ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৫।

# আরাফাত সানি (রংপুর রাইডার্স)-১৩ উইকেট, ইকোনোমি রেট ৬.২৯।

# শফিউল ইসলাম (খুলনা টাইটান্স)-১৮ উইকেট, ইকোনোমি রেট ৭.৭৮।

# জুনায়েদ খান (খুলনা টাইটান্স)- বিদেশি, ২০ উইকেট, ইকোনোমি রেট ৬.০৯।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।