ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিগে বিরতি পড়ায় ‘সুবিধা’ দেখছেন মার্শাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
লিগে বিরতি পড়ায় ‘সুবিধা’ দেখছেন মার্শাল ছবি:সংগৃহীত

বৃষ্টির কারণে প্রথম তিন রাউন্ড শেষে স্থগিত হয়ে গিয়েছিল ১৭তম জাতীয় ক্রিকেট লিগ। এরপর বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতি। ২০ ডিসেম্বর থেকে আবার মাঠে গড়াবে জাতীয় লিগ।

ঢাকা: বৃষ্টির কারণে প্রথম তিন রাউন্ড শেষে স্থগিত হয়ে গিয়েছিল ১৭তম জাতীয় ক্রিকেট লিগ। এরপর বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতি।

২০ ডিসেম্বর থেকে আবার মাঠে গড়াবে জাতীয় লিগ।

বিরতি পড়ায় অসুবিধার চেয়ে সুবিধাই দেখছেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব, ‘ক্রিকেটের মৌসুমে খেলতে আমরা সাচ্ছন্দ্যবোধ করি, ফিটনেস ভালো থাকে, দীর্ঘ সময় খেলা যায়। সুবিধা তো হয়ই। ’

প্রথম তিন রাউন্ড শেষে ২৩ পয়েন্ট নিয়ে টায়ার-১ থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা মেট্রো। ৮ পয়েন্ট পিছনে থাকলেও শিরোপা জয়ই লক্ষ্য রাখছেন মার্শাল আইয়ুব, ‘সব টিমেরই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের টিমের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক কি হয়।  আমাদের টায়ারে শীর্ষে বরিশাল। শুরুর ম্যাচগুলো যদি হতো। কিংবা যদি রেজাল্ট হতো তাহলে পয়েন্টের ব্যবধান আরও কম থাকতো। তিনটি ম্যাচ যদি ব্যাটিং পয়েন্ট ও বোলিং পয়েন্টে লিড নিয়ে ড্র করা যায় তাহলে শিরোপা জয়ের সুযোগ থাকবে। ’

আগামী মঙ্গলবার (২০ ডিসেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ। এ ম্যাচকে সামনে রেখে শনিবার দু’দলই মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে।

শেষ তিন রাউন্ডের সূচি:

২০-২৩ ডিসেম্বর (চতুর্থ রাউন্ড)

খুলনা বনাম বরিশাল (ভেন্যু: বিকেএসপি-৩)

ঢাকা বনাম ঢাকা মেট্রো (ভেন্যু: ফতুল্লা)

রংপুর বনাম চট্টগ্রাম (ভেন্যু: সিলেট)

রাজশাহী বনাম সিলেট (ভেন্যু: বগুড়া)

২৭-৩০ ডিসেম্বর (পঞ্চম রাউন্ড)

খুলনা বনাম ঢাকা (ভেন্যু: ফতুল্লা)

ঢাকা মেট্রো বনাম বরিশাল (ভেন্যু: বিকেএসপি-৩)

রংপুর বনাম সিলেট (ভেন্যু: সিলেট)

রাজশাহী বনাম চট্টগ্রাম (ভেন্যু: চট্টগ্রাম)

৩-৬ জানুয়ারি (ষষ্ঠ রাউন্ড)

খুলনা বনাম ঢাকা মেট্রো (ভেন্যু: ফতুল্লা)

ঢাকা বনাম বরিশাল (ভেন্যু: বিকেএসপি-৩)

রংপুর বনাম রাজশাহী (ভেন্যু: বগুড়া)

সিলেট বনাম চট্টগ্রাম (ভেন্যু: চট্টগ্রাম)

 বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।