ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজে আম্পায়ার রেইফেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বাংলাদেশ সিরিজে আম্পায়ার রেইফেল পল রেইফেল-ছবি:সংগৃহীত

বক্সিং ডে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন ক’দিন আগেই মাথায় বলের আঘাত লাগা পল রেইফেল। বর্তমানে নিজেকে ফিট করার কাজ করছেন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার।

ঢাকা: বক্সিং ডে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন ক’দিন আগেই মাথায় বলের আঘাত লাগা পল রেইফেল।

বর্তমানে নিজেকে ফিট করার কাজ করছেন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টে মাথায় বলের আঘাত পান রেইফেল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা ভুবেনশ্বর কুমার বল থ্রো করেন চেতশ্বর পুঁজারার কাছে। তবে তা পুঁজারার কাছে না এসে রেইফেলের মাথার পেছনে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিতে পড়েন তিনি।

পরক্ষণেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আর অনেকেই ভেবেছিল ক্যারিয়ারই বুঝি শেষ হতে চললো রেইফেলের। কিন্তু দ্রুতই ফিরছেন তিনি। আর ফিরে হেলমেট পড়ে মাঠে নামবেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকৃতি জানান।

রেইফেল বলেন, ‘এটা খুবই ভারি ও গরম। পাঁচদিন এটি পড়ে থাকাটা অসম্ভব। এমনকি এটি পড়লে কোনো কিছু শোনাও যায় না। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।