ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে: সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়ানডে সিরিজে ব্যর্থ বাংলাদেশ এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে খুব বড় আশা না দেখলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যাশা করছেন, টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে টাইগারদের।

আগামীকাল (মঙ্গলবার, ০৩ জানুয়ারি) নেপিয়ারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে মাশরাফি-সাকিব-তামিমরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

আর এই ম্যাচের আগে সাকিব জানান, ‘আমাদের সুযোগ সীমিত, কিন্তু বিশ্বাস করি ভালো করার সামর্থ্য বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়েরই আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দুই সফরেও আমি দলে ছিলাম। তখনকার পারফরমেন্স আর এখনকার পারফরমেন্স তুলনা করলেই বোঝা যাবে আমাদের উন্নতি হয়েছে। তাই ওয়ানডে সিরিজের ফল দিয়ে আমাদের পারফরমেন্স বিচার করা ঠিক হবে না। ’

ওয়ানডেতে প্রথম ম্যাচে রানের পাহাড়ের নিচে চাপা পড়লেও বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৭৭ রানের ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ দিকে এসে তরী ডোবে টাইগারদের। আর তৃতীয় ওয়ানডেতে ভালো শুরুর পরও জয় হাতছাড়া করে লাল-সবুজরা। হেরে যাওয়া এমন অ্যাওয়ে সিরিজকে নিয়ে সাকিব জানান, ‘আমাদের জন্য এবার খুব বড় সুযোগ ছিল। নিউজিল্যান্ডে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কষ্টকর হলেও আমরা তা পেরেছি। এখানের উইকেটগুলো খুব ভালো ছিল। তৃতীয় ওয়ানডেতে আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। আসলেই বড় সুযোগ হারিয়েছি আমরা। কিন্তু, এটা ঠিক যে, আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। ’

সাকিবের বিশ্বাস, ভালো করার সামর্থ্য এখনও বাংলাদেশ দলের আছে। সতীর্থদের প্রসঙ্গে তিনি জানান, ‘ওয়ানডে সিরিজের হতাশার মধ্যেও আমাদের ইতিবাচক দিকটা নিতে হবে। আমরা জানি আমাদের জেতার ক্ষমতা আছে। দলে খেলোয়াড় ১১জন। দলীয়ভাবেই সব করতে হবে। যদি মনে করেন ৫জন সিনিয়র সব করে দেবে, তাহলে সেটা ভুল। তাহলেতো ৫জন ক্রিকেটার নিয়ে খেললেই হতো। বাকিদের একসাথে নিয়েই খেলতে হবে। ছয়জন জুনিয়র খেলোয়াড় যখন খেলবে, তখন তাদেরও কাজ আছে। এই বিশ্বাস আমাদের অনেক সাহায্য করবে। সবারই দায়িত্ব আছে। ’

নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে বলেই টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সাকিবের।

নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই। ০৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৮টায়। ০৮ জানুয়ারি তৃতীয় ও শেষ ম্যাচটিও সকাল ৮টায়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।