ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির ‘হল অব ফেমে’ আর্থার মরিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
আইসিসির ‘হল অব ফেমে’ আর্থার মরিস আর্থার মরিস-ছবি:সংগৃহীত

৮২তম ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে সম্মানীত করা হলো অস্ট্রেলিয়ার সাবেক গত হওয়া ব্যাটসম্যান আর্থার মরিসকে। ১৯৪৮ সালের অ্যাশেজে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান থাকাকালে তিনি হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

ক্যারিয়ারে ৪৬ টেস্ট খেলা মরিস ৪৬.৪৮ গড়ে ১২টি সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ৩৫৩৩ রান করেছিলেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ছিল ২০৬।

২০১৫ সালের আগস্টে ৯৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

সিডনিতে চলমান অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার টেস্ট চলাকালীন চা পানের বিরতিতে স্টিভ ওয়াহ’র কাছ থেকে মরিসের ব্যক্তিগত ক্যাপ গ্রহন করেন তার স্ত্রী জুডিথ মরিস। এ সময় তিনি বলেন, ‘এই পুরস্কারটি দারুণ সম্মানের। এটা তাকে স্মরণ করিয়ে দেবে। ’

ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইসডেন ১৯৪৮ সালের সেরা ক্রিকেটার হিসেবে মরিসকে উল্ল্যেখ করেছে। এছাড়া ২০০০ শতকের অস্ট্রেলিয়ান দলে নাম লেখানো হয়েছিল তার। একই বছর তাকে অস্ট্রেলিয়ান হল অব ফেমে সম্মানীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।