ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের নিরাপত্তায় কুকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
কোহলিদের নিরাপত্তায় কুকুর কোহলিদের নিরাপত্তায় কুকুর/ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা স্টেডিয়ামের নিরাপত্তা দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ভারত-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত ২৩টি কুকুর পুরো স্টেডিয়ামের নিরাপত্তা দিতে যাচ্ছে।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন নিরাপত্তা বাড়াতে এই কর্মসূচি হাতে নিয়েছে।

পুনেতে রোববার (১৫ জানুয়ারি) স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিরাপত্তার কাজে ২৩টি কুকুর ব্যবহার করা হবে বলে জানিয়েছে থার্ড আই সিকিউরিটি ফার্ম। ফার্মের অংশীদার কিশোর নাওয়ার জানান, ‘নিরাপত্তায় নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ২৩টি কুকুর দুই দলের নিরাপত্তা দেবে। আর কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করবে ফার্মের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। ’

ইংল্যান্ড ও ভারতকে নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে নাওয়ার আরও জানান, ‘আইপিএলের ম্যাচে আমরা এই ভেন্যুতে এর আগে কুকুর দিয়ে নিরাপত্তা দিয়েছি। এছাড়া, গত বছর ভারত-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচেও কুকুর দিয়ে নিরাপত্তা দিয়েছি। বর্তমানে ভারতে নিরাপত্তার কাজে অনেক কুকুর ব্যবহার করা হচ্ছে। ’

নাওয়ার আরও যোগ করেন, ‘কুকুরগুলো উচ্চমাত্রায় প্রশিক্ষণপ্রাপ্ত। তারা মাঠে ঢুকে পড়া থেকে দর্শকদের বিরত রাখতে সক্ষম। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।