ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেগলি ওভালে ফিরে টাইগারদের কঠোর অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
হেগলি ওভালে ফিরে টাইগারদের কঠোর অনুশীলন হেগলি ওভালে ফিরে টাইগারদের কঠোর অনুশীলন/ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের শেষ গন্তব্যে অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে গতকাল ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা। বুধবার (১৮ জানুয়ারি) নেট সেশনে ব্যাটিং-বোলিং প্র্যাকটিসে ঘাম ঝড়ান মাহমুদউল্লাহ-রুবেল-সৌম্যরা।

প্রথম টেস্টে অভাবনীয়ভাবেই হারের হতাশায় ডুবতে হয়েছিল। আট উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণার জবাবে স্বাগতিকরা ৫৩৯ রানে অললাউট হয়।

নিশ্চিত ড্র-ই ধরে নিয়েছিলেন সবাই! কিন্তু, পঞ্চম দিনের নাটকীয় ব্যাটিং ধসে কিউইদের জয় উপহার দেয় সফরকারীরা! মাত্র ১৬০ রানে গুটিয়ে গেলে ২১৭ রানের লক্ষ্যটা তিন উইকেট হারিয়ে টপকে যায় ব্ল্যাক ক্যাপসরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।

দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকে ফেরার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো। সার্জারি কাটিয়ে এই ট্যুর দিয়েই প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিংয়ে ফেরেন ‘কাটার’ মাস্টার। লংগার ভার্সনে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না নির্বাচকরা। হয়তো ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে একমাত্র টেস্টের জন্যই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টেতেও দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।

নেটে ব্যাটিং অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন সৌম্য-মাহমুদউল্লাহরা/ছবি: সংগৃহীত

টেস্ট স্কোয়াডে না থাকলেও রুবেল-রাব্বি-তাইজুলদের সঙ্গে নেটে বোলিং করেছেন মোস্তাফিজ। প্রথম টেস্টে সুযোগ না পাওয়া সৌম্য সরকার ব্যাটিংয়ে ব্যস্ত সময় কাটান। দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে সৌম্যর মতোই দর্শক ভূমিকায় ছিলেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে, ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। বদলি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা ওপেনার ইমরুল কায়েসও চোট পেয়েছেন। সব মিলিয়ে টেস্ট অভিষেক হতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

শেষটায় ভালো কিছু করার দিকেই চোখ রাখছে টাইগাররা। ওয়েলিংটন টেস্টে হারের দুঃস্মৃতির মাঝে অর্জনও কম নয়। সাকিবের ডাবল সেঞ্চুরি কিংবা সাকিব-মুশফিকের ৩৫৯ রানের অনবদ্য রেকর্ড জুটি। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভুল শুধরে ক্রাইস্টচার্চে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্ত-সমর্থকদের।

প্রসঙ্গত, এই মাঠেই একদিনের ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করেছিল টিম বাংলাদেশ। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ২৬ ডিসেম্বরের প্রথম ওয়ানডেতে ৩৪২ রানের টার্গেটে ৭৭ রানে হার মানেন সাকিব-তামিমরা।

বোলিংয়ে ঘাম ঝরান রুবেল-তাইজুলরা/ছবি: সংগৃহীত

সীমিত ওভারের ছয় ম্যাচে (৩টি ওয়ানডে ও ৩টি টি-২০) জয়হীন থাকলেও বাংলাদেশ টিমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স অকপটে স্বীকার করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট সিরিজে আরো পরিণত বাংলাদেশকে দেখেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টের অপেক্ষা...

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।