ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ইনিংসে বাংলাদেশের পু‍ঁজি ২৮৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
প্রথম ইনিংসে বাংলাদেশের পু‍ঁজি ২৮৯ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ‍২৮৯ রান তুলেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরেই ৮৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন সৌম্য সরকার। অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

এছাড়াও টেস্ট অভিষেকে দায়িত্বশীল ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দেন দু’টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান সোহান। মাত্র তিন রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন এ উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধৈর্যশীল ব্যাটিংয়ে সোহানকে যোগ্য দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। টিম সাউদির বলে এলবিডব্লু হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৩ বলে মাত্র ২ রান! রাব্বির উইকেটের মধ্য দিয়ে অলআউট হয় বাংলাদেশ।

কয়েক ওভারের খেলা বাকি থাকলেও প্রথম দিনের ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। টাইগার শিবিরে চিন্তার ভাঁজ ফেলছে ট্রেন্ট বোল্টের বলে পেসার রুবেল হোসেনের ডান হাতের কনুইয়ে আঘাত পাওয়া। হাতে ব্যান্ডেজ লাগানোর পর বেশ অস্বস্তি নিয়েই ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

...শুক্রবার (২০ জানুয়ারি) হেগলি ওভালে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টেও টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম টেস্টে শেষের ভুলে ‘নিশ্চিত’ ড্রয়ের ম্যাচে হারের হতাশায় ডোবে টাইগাররা।

মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। কিন্তু, ব্যাট হাতে ব্যর্থ হন দেশসেরা ওপেনার। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও (১৯) বেশিদূর এগোতে পারেননি। দু’জনই বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়েন।

চাপের মুখে দলকে টেনে তোলেন সৌম্য ও সাকিব। দু’জনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১২৭। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে আউট হন সৌম্য। দলীয় ১৬৫ রানের মাথায় তাকে কলিন ডি গ্যান্ডহোমের ক্যাচে পরিণত করেন ট্রেন্ট বোল্ট।

সাকিব-সৌম্য জুটিতে ঘুরে দাঁড়ালেও দ্রুত তিন উইকেট হারিয়ে আবারো ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সৌম্যর (৮৬) পর বিদায় নেন সাব্বির রহমান (৭) ও সাকিব। ২০তম টেস্ট ফিফটি তুলে ব্যক্তিগত ৫৯ রানে মাঠ ছাড়েন দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের দুর্ভাগ্যই বলতে হবে! টিম সাউদির বলটি লেগসাইড দিয়ে তার ব্যাট ছুঁয়ে যায়।

...এরপর দলের হাল ধরেন অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত ও সোহান। ৫৩ রানের জুটিতে দু’জন চাপ কাটিয়ে তোলেন। কিন্তু, আবারো দ্রুত তিনটি উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে। শেষ পর্যন্ত প্রথম ইনিংস থামে ২৮৯ রানে।

একাই পাঁচটি উইকেট দখল করেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট নেন চারটি। বাকি উইকেটটি কলিন ডি গ্র্যান্ডহোমের।

সিরিজের শেষ টেস্টে ইনজুরিজর্জর বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। মুশফিক, ইমরুল কায়েস ও মুমিনুল হক ছিটকে গেছেন। টেস্টে অভিষেক হয়েছে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

তিনটি টেস্ট খেলা সৌম্য সবশেষ ২০১৫ সালের জুনে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন। পেসার শুভাশীষ রায়ের পরিবর্তে একাদশে ফিরেছেন রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

নিউজিল্যান্ড একাদশ: জিৎ রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।