ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনেই পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনেই পাকিস্তান ২০১৬ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে মাশরাফিদের উল্লাসের মুহূর্ত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই হওয়ার লক্ষ্যে পাকিস্তানের অবস্থান নড়বড়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পণই করে আজহার আলীর দল। রেটিং পয়েন্টেও কোনো উন্নতি করতে পারেনি। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সপ্তম স্থানধারী বাংলাদেশের পেছনেই তাদের অবস্থান।

এ বছরের ৩০ সেপ্টেম্বরের টিম র‌্যাংকিংয়ে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ সাতটি দল সরাসরি ওয়ার্ল্ডকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখেই! আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা।

১২তম ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ২০১৯ সালের ৩০ মে। ফাইনাল ১৫ জুলাই। তার আগে ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ের দিকে। এদিকে, আগামী জুনে যুক্তরাজ্যে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। যেখানে র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। যেটি নির্ধারিত হয়ে গেছে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে।  ক্যারিবীয়দের খেলা হচ্ছে না।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ভারতের ১ রেটিং পয়েন্ট বেড়েছে। ইংলিশদের অপরিবর্তিত।

ওয়ানডে টিম র‌্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১২০ (-) রেটিং পয়েন্ট
২। দক্ষিণ আফ্রিকা ১১৬
৩। ভারত ১১২ (+১)
৪। নিউজিল্যান্ড ১১১
৫। ইংল্যান্ড ১০৭ (-)
৬। শ্রীলঙ্কা ১০১
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯ (-)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০। আফগানিস্তান ৫২

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।