ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই চমক দেখালেন আফিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
অভিষেকেই চমক দেখালেন আফিফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অভিষেক ম্যাচে ব্যাট হাতে রীতিমতো চমক দেখালেন পূর্বাঞ্চলের ওপেনার আফিফ হোসেন ধ্রুব। ক্ষুরধার ব্যাটিংয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম শতক। ১৭১ বল খেলে ১৪টি চার ও ২টি ছয়ের মারে আউট হয়েছেন ১০৫ রানে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে আফিফের পূর্বাঞ্চল। আর ব্যাটিংয়ে নেমেই উত্তরাঞ্চলের বোলারদের বিপক্ষে চড়াও হন দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও আফিফ। দলীয় ১৯৭ রানে ইমতিয়াজ ব্যক্তিগত ৮১ রানে ফিরে গেলেও ব্যাটে আগুন ঝরাচ্ছিলেন ধ্রুব। ১৬৯ বলে দেখা পান কাঙ্খিত শতকের।

এরপর অবশ্য খুব বেশিক্ষণ নিজের ব্যাটিং ঝলক অব্যাহত রাখতে পারেননি। ১০৫ রানে নাসির হোসেনের বলে ফিরে যান প্যাভিলনে।

বিসিএলের শত রানই আফিফের প্রথম চমক নয়। বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা অনূর্ধ্ব-১৯ এর সহ-অধিনায়ক ৫ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন।
    
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।