ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

আবারো ‘মওকা-মওকা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, মে ৩০, ২০১৭
আবারো ‘মওকা-মওকা’ ছবি: সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে বিজ্ঞাপন তৈরি করেছিল ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস। ‘মওকা মওকা’ নামের বিজ্ঞাপনটি প্রথম প্রচার হয় ভারত-পাকিস্তান ম্যাচের আগে। এরপর অনেকগুলো ধারাবাহিক পর্ব দেখা গেছে বিজ্ঞাপনটির। বিশ্বকাপে তুমুল জনপ্রিয় হয় সেটি।

আলোচনা-সমালোচনার পর আবারো আবির্ভাব হয়েছে ‘মওকা মওকা’। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ৪ জুন এজবাস্টনে ভারত-পাকিস্তান মহারণ ম্যাচের আগে ভাইরাল হচ্ছে এই বিতর্কিত ভিডিও।

সাম্প্রতিক সময়ে আইসিসির মেগা কোনো ইভেন্টে ভারতীয়দের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নেই পাকিস্তানের। তবে, মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে মুখোমুখি তিনবারের দেখায় পাকিস্তান জিতেছে দুইবার। তাই এবার ভারতের সুযোগ থাকছে সমতায় ফেরার। আর পাকিস্তানের সুযোগ থাকছে আরও এগিয়ে যাওয়ার।

এবারের ‘মওকা মওকা’র ভিডিও একটি-দুটি নয়, আরও বেশি। ইতোমধ্যেই ভিডিওগুলো অনলাইনে বিভিন্নভাবে ভাইরাল হয়ে গেছে।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল এমন ‘মওকা মওকা’ ভিডিও। ভারতের বিপক্ষে বাংলাদেশ ও পাকিস্তান হেরে গেলে দেশ দুটির সমর্থকদের ব্যথিত করে বিদ্রুপাত্মক ও ব্যঙ্গাত্মক সেই বিজ্ঞাপন। পরে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত হেরে গেলে এই দুই দেশের ক্রিকেট পাগলরা উল্টো বিদ্রুপ করে টিম ইন্ডিয়াকে নিয়ে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের ফোনে একের পর এক ফোন করে এর জবাব দিতে ‘মওকা মওকা’ গানটি শুনিয়ে দেয়। শেষমেশ ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অফিসের ফোনলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।

ভিডিও ১.ভিডিও ২.ভিডিও ৩.বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ৩০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।