ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আবাহনীর টানা তিন, জয়ে ফিরলো মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, মে ৩০, ২০১৭
আবাহনীর টানা তিন, জয়ে ফিরলো মোহামেডান ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশ অ-১৯ দলের সাইফ হাসান/ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে, আবাহনীর কাছেই আগের ম্যাচে ১০০ রানে অলআউটের হতাশা ভুলে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার (৩০ মে) বিকেএসপিতে ভিন্ন ম্যাচে প্রাইম দোলেশ্বরের দেওয়া ১৯০ রানের সহজ লক্ষ্যটা সাত উইকেট ও ৮১ বল হাতে রেখে টপকে যায় আবাহনী। ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান সাইফ হাসান।

ওপেনার সাদমান ইসলাম করেন ৬৫। টানা দুই ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল দোলেশ্বর।

শেখ জামালকে ১৯৭ রানে অলআউট করে ৩০.২ ওভারে পাঁচ উইকেটের দাপুটে জয়ে স্বরূপে ফিরেছে মোহামেডান। অলরাউন্ডার জিয়াউর রহমানের (১০৩) সেঞ্চুরি সত্ত্বেও অন্যদের ব্যর্থতায় চ্যালেঞ্জিং স্কোর গড়তে ব্যর্থ হয় জামাল। মোহামেডানের হয়ে স্পিনার তাইজুল ইসলাম তিনটি, শুভাশিস রায় ও সাজেদুল ইসলাম দু’টি করে উইকেট নেন।

এ নিয়ে সুপার সিক্সে টানা তিন ম্যাচেই হারলো শেখ জামাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধশতক হাঁকান মোহামেডান ওপেনার শামসুর রহমান (৫৯)। সৈকত আলী ৩৭, রনি তালুকদার ৩২, অধিনায়ক রকিবুল হাসান ২১ ও ভারতের বিপুল শর্মা ৩৮ রানের (১৯ বল) ঝড়ো ইনিংস উপহার দেন।

এদিকে, ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে। মাত্র ১টি বল মাঠে গড়ায়। ম্যাচটি বুধবার (৩১ মে) হওয়ার কথা রয়েছে। আগের দুই ম্যাচের মধ্যে গাজীর একটি জয়ের বিপরীতে দুই ম্যাচেই হেরেছে প্রাইম ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।