ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফের ইনজুরির কবলে ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, জুন ১, ২০১৭
ফের ইনজুরির কবলে ম্যাথিউজ ফের ইনজুরির কবলে ম্যাথিউজ-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে হয়তো থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। গোড়ালির ইনজুরিতে পড়েছেন তিনি। তার পরিবর্তে লঙ্কানদের নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক উপল থারাঙ্গা।

এর আগে গত জানুয়ারির পর থেকে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ডানহাতি এ অলরাউন্ডার। এমনকি জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজে পায়ের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

এদিকে ম্যাথিউজের ইনজুরিতে বিপাকে পড়তে হচ্ছে শ্রীলঙ্কাকে। কেননা দলটির একাদশকে তার ওপর ভরসা করতে হয়। ১০ ওভার বোলিং সহ পাঁচ নম্বরে কার্যকরী ব্যাটিং করেন তিনি। আসরটির শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ বলে ৯৫ রান করেছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলেননি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।