ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ঐতিহাসিক ভেন্যুতে ইতিহাস ধরে রাখার চেষ্টায় টাইগাররা  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জুন ৭, ২০১৭
ঐতিহাসিক ভেন্যুতে ইতিহাস ধরে রাখার চেষ্টায় টাইগাররা   ঐতিহাসিক ভেন্যুতে ইতিহাস ধরে রাখার চেষ্টায় টাইগাররা  

কার্ডিফ থেকে: আজ থেকে ১২ বছর আগের কথা। কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ আশরাফুলে ১০০ রানে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দলটির বিপক্ষে একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

ওই প্রথম ওই শেষ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আর জেতেনি এবং ঐতিহাসিক এই ভেন্যুটিতে টাইগারদেরও আর কোন ম্যাচ খেলা হয়নি।

এবার এক যুগ পরে সেই ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র গ্রুপ পর্বের তৃতীয় ‍ও  শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে টাইগাররা। তাই ঐতিহাসিক এবং ‘লাকি’ এই ভেন্যুতে জয় নিয়ে টাইগাররা সেই ইতিহাসটি ধরে রাখতে চাইছে বলে জানালেন ওপেনার তামিম ইকবাল।

‘আমাদের একটা ইতিহাস আছে এই মাঠে। আমাদের চেষ্টা থাকবে সেই ইতহাসটা যেন ধরে রাখতে পারি। ’ বুধবার (৭ জুন) কার্ডিফে গণমাধ্যমের সামনে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

তবে শুধু আশাবাদ ব্যক্ত করেই ক্ষান্ত থাকলেন না এই লাল-সবুজের ব্যাটিং কান্ডারি। খুব কাছ থেকেই চ্যাম্পিয়নস ট্রফির শেষ দুই ম্যাচে দলের বাদ বাকি সদস্যদের পারফরম্যান্স তিনি দেখেছেন। যা তাকে ভালো কোনো অনুভূতি উপহার দিতে পারেনি।

তাই কিছুটা হতাশা ভরা কন্ঠে বললেন, ‘আমি যতই ইতিহাসের কথা বলি না কেন আমার কাছে মনে হয় যে নির্ধারিত দিন আমাদের ক্রিকেটটা ভালো খেলতে হবে। যদি আমরা ভাল খেলি তাহলেই সব করা সম্ভব। তা না হলে সম্ভব না। ’

সত্যিইতো বলেছেন তামিম। টুর্নামেন্টের শুরু থেকে একমাত্র তিনি ছাড়া বাকি কেউই বিপর্যয়ের সময় দলের হাল ধরতে পারেননি।  ফলাফলও তেমনই হয়েছে। টুর্নামেন্ট থেকে বাদ পড়ে পড়ে একটি অবস্থা।

তারপরেও টাইগারদের ভাগ্যবান বলতেই হচ্ছে। কেননা সেদিন ওভালে বৃষ্টি না হলেও হয়তো অস্ট্রেলিয়ার হাতেই লেখা হয়ে যেত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের এপিটাফ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৭ জুন ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।