ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

এইচপি ক্যাম্পে বিজয়, লিটন, রনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, জুন ৮, ২০১৭
এইচপি ক্যাম্পে বিজয়, লিটন, রনি ছবি:বিজয় ও রনি

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের ১৩ তারিখ থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে শুরু হবে হাই পারফরম্যান্স (এইচপি) অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৪ ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করা এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, তানবির হায়দার, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন এই ক্যাম্পে ডাক পেয়েছেন। লিটন এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক আর আবু হায়দার রনি সর্বোচ্চ উইকেট শিকারি।


 
১২ জুন ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হয়েছে। মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে হাই পারফরমেন্স ইউনিটের কোর ট্রেনিং ক্যাম্প।
 
এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন : এনামুল হক বিজয়, তানভীর হায়দার খান, লিটন কুমার দাস, আলাউদ্দিন বাবু, মেহেদী হাসান সিদ্দিকী, মো. মেহেদী হাসান, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আজমির আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইমরান আলী ইনাম, নাজমুল হোসেন শান্ত, হোসেন আলি, আল-আমিন হোসেন, ইবাদত হোসেন, তাসামুল হক, নুর আলম সাদ্দাম, ইরফান শুক্কুর, আবুল হাসান রাজু, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাইফ উদ্দিন ও জুবায়ের হোসেন।
 
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ৯ জুন, ২০১৭
এমআরপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।