ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভুল পেছনে ফেলে এগুতে চান সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ভুল পেছনে ফেলে এগুতে চান সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে টাইগাররা। এই সফরের প্রথম টেস্টে নেই সাকিব। দলের অন্যান্যদের ওপর তাই বাড়তি দায়িত্ব। টাইগারদের ওপেনার সৌম্য সরকার নিজেকে ফিরে পেতে আর দায়িত্ব যথাযথ পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

যাওয়ার আগে দেশের মাটিতে কোনো অনুশীলন পর্ব নেই বাংলাদেশ দলের। তাই নিজেদের ফিটনেস ধরে রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনেকেই।

সৌম্য সরকার বুধবার (১৩ সেপ্টেম্বর) ঐচ্ছিক অনুশীলন করেছেন। শ্রীলঙ্কায় দুই টেস্টে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৭১, ৫৩, ৬১ ও ১০। অস্ট্রেলিয়া সিরিজের চার ইনিংসে ৮, ১৫, ৩৩ ও ৯।

২০১৫ সালের বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন সৌম্য। দেশের মাটিতে পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু, এরপরই ছন্দপতন। হারিয়ে খুঁজছেন নিজেকে। নিজেকে ফিরে পেতে সৌম্যর জন্য দারুণ সুযোগ এবারের দক্ষিণ আফ্রিকার সফর। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান বাঁহাতি ওপেনার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) তিনি জানান, ‘কঠিন সিরিজে ভালো করলে নিজের মধ্যে অন্য রকম তৃপ্তি কাজ করবে। ওদের কন্ডিশনে ভালো করার মজা আলাদা থাকবে। চেষ্টা করব ওখানে ভালো কিছু করার, আর পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার। শ্রীলঙ্কা আর আমাদের উইকেটের আচরণ একই। ওখানে যেভাবে খেলেছি, এখানেও সেভাবে খেলতে চেয়েছি। কিন্তু একটা ভুলের কারণে আউট হয়ে যাচ্ছিলাম। ’

ইদানিং কম সমালোচনা হচ্ছে না সৌম্যকে নিয়ে। সমালোচনাটা বেশি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বাঁহাতি ওপেনার বিষয়টি নিয়েছেন ইতিবাচকভাবে। মানসিকভাবে শক্ত থাকতেই সৌম্য জানলেন, ‘চেষ্টা করি এই সময়ে ফেসবুক বা এসব মাধ্যমে কম ঢোকার। আমাদের দেশে ভালো খেললে তাকে নিয়েই সবাই কথা বলে। খারাপ খেললেও কথা বলে। এ সময় ইতিবাচক চিন্তা করি। যেন মনোবল হারিয়ে না ফেলি। এসব ভেবে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি, যেন শক্তভাবে আবার ফিরে আসতে পারি। ভালো করলে সবাই বাহাবা দেবে। খারাপ করলে পেছনে কথা বলবে। ’

সৌম্য আরও জানান, ‘কথা বলার অধিকার সবারই আছে। আমি জানি ভালো-মন্দ যাই হোক, সবাই আমাকে নিয়েই কথা বলছে। সমালোচকদের চুপ করানোর একটাই উপায় আছে, সেটা হলো রান করা। আমি কঠোর পরিশ্রম করছি রান করার জন্য। ’

সৌম্য যোগ করেন, ‘নিজের ভুলগুলো নিয়ে কাজ করছি। এবারের সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। তারপরও আমরা নিজেদের খেলাটা খেলব। চেষ্টা করবো বাউন্সি উইকেটে যেভাবে রান করা যায়, সেখানে ওইভাবে খেলতে। মানসিকভাবেও সেভাবে প্রস্তুত হচ্ছি। চেষ্টা করব ভালো কিছু করার এবং পিছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।