ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দীর্ঘকায় পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দীর্ঘকায় পেসার ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া নিষেধাজ্ঞার ছয় মাস শেষ করেছেন তিনি।

নিষিদ্ধ হওয়ার সঙ্গে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল ইরফানকে। এছাড়া পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

তবে, এক বছরের জন্য নিষিদ্ধ হলেও পিসিবির নিষেধাজ্ঞা নির্দেশনা ঠিকমতো মেনে চলায় এবং পিসিবির তদন্তে সাহায্য করায় নিয়ম অনুযায়ী ছয় মাস পরই ক্রিকেটে ফেরার সম্ভাবনা জেগে ওঠে ইরফানের।

চলতি বছরের অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত এ ম্যাচে ফেরার স্বপ্ন দেখছেন ইরফান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশ পেলেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দেখা যেতে পারে ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এ বাঁহাতি পেসারকে।

পিসিএলের গত আসরে ঝড় তুলেছিল স্পট ফিক্সিং কেলেঙ্কারি। দুবাই থেকে ফেরত পাঠানোর পর ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা শারজিল খান ও খালিদ লতিফ সাময়িক নিষেধাজ্ঞার আওতায় পড়েন। নাসির জামশেদকে গ্রেফতার করেছিল যুক্তরাজ্য পুলিশ। বাজিকরদের কাছ থেকে বেশ কয়েকবার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বলে পিসিবি ট্রাইব্যুনালে স্বীকার করেন ইরফান। পিসিবির দুর্নীতি বিরোধী আইনের নিয়ম অনুযায়ী, কারো কাছ থেকে ফিক্সিংয়ের মতো অন্যায় প্রস্তাব ফেলে তা কর্তৃপক্ষকে দ্রুত জানাতে হয়।

তা করেননি ৩৪ বছর বয়সী ইরফান। অবশ্য আত্মপক্ষ সমর্থন করেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে বাবা ও এ বছরের জানুয়ারিতে মায়ের মৃত্যুর কথা তুলে ধরেন। এ কারণেই স্পট ফিক্সিং প্রস্তাবের বিষয়টি অবগত করতে পারেননি বলে তার দাবি ছিল।

জাতীর কাছে ক্ষমা চেয়ে ইরফান বলেছিলেন, ‘আমার ভুল হয়েছে যে, পিসিবির অ্যান্টি করাপশনকে আমি রিপোর্ট করিনি। তবে, আমি আমার ভুলকেও সমর্থন করিনি। আমার ভুলের জন্য আমি পুরো জাতীর কাছে ক্ষমা চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।