বাংলাদেশ সিরিজের আগেই অবসরে ডুমিনি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। ফলে বাংলাদেশের প্রোটিয়া সফরে টেস্ট দলে থাকছেন না তিনি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে দ. আফ্রিকা দল থেকে বাদ পড়েন তিনি।
টেস্ট দল থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলে যেতে চান ডুমিনি।
৩৩ বছর বয়সী এ তারকা আসছে সপ্তাহে দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়ী জীবন প্রায় শেষের দিকে। তাই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণী ও টেস্ট ক্রিকেট থেকে। ক্রিকেট সাউথ আফ্রিকা, কেপ কোবরা, সতীর্থ, পরিবার, বন্ধু ও সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ। ’
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পচেসট্রমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে।
ক্যারিয়ারে ৪৬ টেস্ট খেলা ডুমিনির ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়। সেই সিরিজেই দুর্দান্ত খেলে নিজেকে প্রমাণ করেন। ৩২.৮৫ গড়ে ছয়টি সেঞ্চুরি সহ সাদা পোশাকে দুই হাজারের বেশি রান করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। পাশাপাশি বল হাতে ৪২টি উইকেটও পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।