ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কক্সবাজারে থমকে থাকা ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
কক্সবাজারে থমকে থাকা ম্যাচ ড্র রনি তালুকদার আর সাইফ হাসান

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কমপ্লেক্সে প্রথম দিনের মতো তৃতীয় দিনও মাঠে কোনো বল গড়ায়নি। এমনকি চতুর্থ বা শেষ দিনেও না। থমকে থাকা সেই ম্যাচটি নিষ্প্রাণ ড্র ঘোষণা করা হয়েছে।

যা খেলা হয়েছে দ্বিতীয় দিন। তাতেই জাতীয় লিগের ১৯তম আসরের টায়ার ওয়ানের ম্যাচে জোড়া সেঞ্চুরি হয়।

ঢাকা বিভাগ আর বরিশাল বিভাগের ম্যাচে ঢাকার ওপেনার রনি তালুকদার আর তিন নম্বরে নামা সাইফ হাসান সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় দিন শেষে ঢাকা ২ উইকেট হারিয়ে তোলে ৩০৯ রান। সেখানেই থমকে যায় ম্যাচটি।

দ্বিতীয় দিন রনি তালুকদার প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দেখা পান। আর সাইফ তৃতীয় শতকের দেখা পান। ওপেনার আবদুল মজিদ ব্যক্তিগত ৩১ রানে বিদায় নিলে জুটি গড়েন তারা। রনি তালুকদার ১৯৫ বলে আটটি চার আর ছয়টি ছক্কায় করেন ১২১ রান।

সাইফ ১০৬ রানে অপরাজিত। তার ১৯৩ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারি। ৭৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন রকিবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।