প্রথম দিন বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৭৪.১ ওভারে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা ২১ রান তুলেছে।
ওপেনিংয়ে নেমে তামিম ইনজুরিতে পড়ার আগে করেন ৫ রান। আরেক ওপেনার সৌম্য ৬৯ বলে ৮টি চারের সাহায্যে করেন ৪৩ রান। তিন নম্বরে নামা ইমরুলের ব্যাট থেকে আসে ৫১ বলে ৩৪ রান। মুমিনুল ৭৩ বলে ৯টি বাউন্ডারিতে করেন ৬৮ রান।
দলপতি মুশফিকের ৮৫ বলে সাজনো ইনিংসে ছিল ৮টি চারের মার, করেছেন ৬৩ রান। মাহমুদুল্লাহ প্রথম বলেই বিদায় নিলেও ৮৯ বলে ৯টি চারের সাহায্যে ৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির। লিটস দাস ০, মেহেদি হাসান ১৮ আর তাসকিন অপরাজিত ৮ রান করেন।
ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার দলটি দলীয় ২১ রানের মাথায় ওপেনার ইসাক ডিকগালেকে হারায়। সাব্বির রান আউট করে ফিরিয়ে দেন ১২ রান করা এই ওপেনারকে। আরেক ওপেনার ইয়াসিন ভালি ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের থেকে ২৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরপি