ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

শচীনের রেকর্ডে ১৭ বছরের বালক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, সেপ্টেম্বর ২৬, ২০১৭
শচীনের রেকর্ডে ১৭ বছরের বালক শচীনের রেকর্ডে ১৭ বছরের বালক-ছবি:সংগৃহীত

পৃথীবি শাও যখন ২০১৩ সালে হারিস শিল্ডের ম্যাচে রিজভি স্প্রিংফিল্ডের হয়ে ৫৪৬ রান করেছিল, তখনই তাকে যুব বয়সের শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হয়েছিল। আর চার বছর পর কিংবদন্তি শচীনের রেকর্ডের পাশে বসেই গেলেন পৃথীবি।

ভারতের ঘরোয়া লিগের সবচেয়ে বড় দুটি আসর রঞ্জি ও দীলিপ ট্রফিতে অভিষেকেই সেঞ্চুরি করে লিটল মাস্টারের রেকর্ডে নাম লেখালেন পৃথীবি।

১৭ বছর ৩২০ দিনে, সবচেয়ে তরুণ হিসেবে দীলিপ ট্রফির অভিষেকে সেঞ্চুরি করলেন পৃথীবি।

এ দিক দিয়ে শচীনকেও ছাড়িয়ে গেছেন তিনি। তবে রঞ্জি ও দীলিপ ট্রফিতে অবশ্য অভিষেকে দীপক হুদা নামে আরেক ক্রিকেটারের সেঞ্চুরি রয়েছে।

গতকালের ম্যাচে ইন্ডিয়া রেডের হয়ে ১৫৪ রানের ইনিংস খেলেন পৃথীবি। যেখানে দলের অধিনায়ক দিনেশ কার্তিকে সেঞ্চুরি (১১১) সহ পাঁচ উইকেটে ৩১৭ রান তোলে দলটি।

এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে রঞ্জি দিয়ে শুরু করেন পৃথীবি। এ বছরের শুরুতে মুম্বাইয়ের হয়ে তামিল নাড়ুর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১২০ করেন তিনি।  

পৃথীবি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানেও নিজের সফলতা প্রমাণ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।