ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘রংপুরের মানুষকে সম্মানিত করতে চাই’

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, সেপ্টেম্বর ২৭, ২০১৭
‘রংপুরের মানুষকে সম্মানিত করতে চাই’ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছেন সাফওয়ান সোবহান

রংপুর: বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান বলেছেন, ‘আমরা রংপুরকে এগিয়ে নিতে চাই। রংপুর রাইডার্সকে বিজয়ী করার মাধ্যমে রংপুরের মানুষকে সম্মানিত করতে চাই।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর স্টেডিয়ামে আয়োজিত প্রতিবন্ধী ক্রিকেটারদের এক প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

সাফওয়ান সোবহান রংপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা রংপুর রাইডার্সের জন্য দোয়া করবেন ও সমর্থন দেবেন।

রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে আমি কাজ করে যাবো। পরে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

* রাইডার্সের নতুন খেলোয়াড়ের খোঁজে মাশরাফি রংপুরে  

* প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।