ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

সুস্থ হতে আরও অপেক্ষায় মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, সেপ্টেম্বর ২৮, ২০১৭
সুস্থ হতে আরও অপেক্ষায় মোসাদ্দেক সুস্থ হতে আরও অপেক্ষায় মোসাদ্দেক-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাঁ চোখে ভাইরাস ক্যারাটিস নামক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবত ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এ সমস্যার কারণে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ডাক পাওয়ার পরও ছিটকে যেতে হয়েছিল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফর সুযোগ পাননি তিনি।

এদিকে পুরোপুরি সুস্থ হতে মোসাদ্দেককে আরও অপেক্ষা করতে হচ্ছে। তার আরও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

২১ বছর বয়সী এই ক্রিকেটারের অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এমনটিই বলেন তিনি।

চোখের সমস্যা হওয়ার পর মোসাদ্দেক হোসেন দেশের দু’টি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে আরও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও গিয়েছিলেন। কিন্তু এখনও কোকো উন্নতির দেখা পাচ্ছেন না এই প্রতিভাবান অলরাউন্ডার। এর কারণ হিসেবে মোসাদ্দেকের চোখের উন্নতির ওঠা-নামাকে দায়ী করেছেন বিসিবির চিকিৎসক।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেখানেও মোসাদ্দেকের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তবে তার চোখের উন্নতি ধীরগতিতে হলেও আপাতত কোন ধরণের অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানান দেবাশীষ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।