ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পদত্যাগ করলেন ভারতীয় বোর্ডের ম্যানেজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
পদত্যাগ করলেন ভারতীয় বোর্ডের ম্যানেজার পদত্যাগ করলেন ভারতীয় বোর্ডের ম্যানেজার-ছবি:সংগৃহীত

পদত্যাগ পত্র জমা দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) এমভি শ্রীধর। জানা যায়, বোর্ডের সিওএ তার এই পদত্যাগপত্র গ্রহন করেছেন। এখন শ্রীধরের অবর্তমানে সেই দায়িত্ব পালন করবেন বিসিসিআইয়ের সিইও রাহুল জোহুরি।

ক্রিকেট অপারেশনসে তাকে সাহায্য করবেন মায়ঙ্ক পারিক (আন্তর্জাতিক ক্রিকেট, লজিস্টিক), কেভিপি রাও (ডোমেস্টিক ক্রিকেট) ও গৌরব সাক্সেনা (আইসিসি/এসিসি বিষয়ক, আন্তর্জাতিক কো-অর্ডিনেশন)।

এ প্রসঙ্গে রাহুল জোহুরি বলেন, ‘এমভি শ্রীধর নিজে সিদ্ধান্ত নিয়েছেন পদ থেকে সরে দাঁড়ানোর এবং নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

তার পদত্যাগপত্র সুপ্রীম কোর্ট নির্ধারিত কমিটি গ্রহন করেছে। শ্রীধরকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। যাতে নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তরিত করা যায়। তার দায়িত্ব নিয়ে কাজ করার জন্য তাকে ধন্যবাদ। ’ 

বেশ কিছুদিন ধরেই শ্রীধরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিলো। যার পর শ্রীধরকে মুম্বাই থেকে কাজ চালানোর কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত সরে যেতেই হল তাকে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।