ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মার্কারাম বাংলাদেশের বিপক্ষে দশম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
মার্কারাম বাংলাদেশের বিপক্ষে দশম ছবি: সংগৃহীত

আর মাত্র তিনটি রান। তাহলেই অভিষেক টেস্টেই গর্বিত শতকের মালিক হতে পারতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্কারাম। কিন্তু পারেননি। ৫৩তম ওভারে মুমিনুল হকের ছুঁড়ে দেয়া বল থেকে মিরাজের স্ট্যাম্প উপরে দেওয়ার ফলে ৯৭ রানে ফিরলেন রান আউট হয়ে।

তবে এর আগে তিনি যেটা করতে পেরেছেন সেটা হলো, অভিষিক্ত টেস্টে বাংলাদেশের বিপক্ষে অর্ধশতক বা এর চেয়ে বেশি রান করা দশম ব্যাটসম্যানেরর কীর্তিটা নিজের করে নিয়েছেন।

এর আগে যে ৯ ব্যাটসম্যান অভিষেক ম্যাচে ৫০ বা তার বেশি রান করেছেন তারা হলেন পাকিস্তানের ইয়াসির হামিদ, তৌফিক ওমর, মোহাম্মদ হাফিজ, লঙ্কান নাভিদ নওয়াজ, নেকিথুরুয়ান ভিথানাগে, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন, জ্যাকস রুডলফ এবং ক্যারিবীয় ওমর ফিলিপস ও লিওন জনসন।

২০০৩ সালে করাচিতে, বাংলাদেশের বিপক্ষে অভিষেকের দুই ইনিংসেই সেঞ্চুরি (১৭০ ও ১০৫ রান) করেছিলেন ইয়াসির হামিদ। জ্যাকস রুডলফ করেছিলেন ২২২ রান। আর রবিন পিটারসেন ৬১। বলে রাখা ভালো রুডলফের ২২২ রানই বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সর্বোচ্চ রান।

অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরেছেন আর মাত্র একজন ব্যাটসম্যান। তিনিও পাকিস্তানের, তৌফিক উমর (১০৪)।  মোহাম্মদ হাফিজ করেছিলেন ৫০ রান রান।

লঙ্কান নাভিদ নওয়াজ অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ৭৮ রানের ইনিংস। বাকি দুজনের একজন ক্যারিবীয় ওমর ফিলিপস ৯৪ ও লিও জনসন সংগ্রহ করেছিলেন ৬৬ রান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।