ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কমানো হলো জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
কমানো হলো জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধিত্ব কমানো হয়েছে। আগের গঠনতন্ত্রে যেখানে তাদের কোটা ছিল ৩টি, সেখানে ২০১৭ এর সংশোধীত গঠনতন্ত্রে একটি কমিয়ে করা হলো ২টি। অদূর ভবিষ্যতে এনএসসির কোনো কোটা নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আনা পরিবর্তনের বিষয়ে তিনি সংবাদ মাধ্যমেকে বলেন, ‘পরিবর্তন তেমন কিছু আসেনি। তবে যেহেতু আদালত ক্রীড়া পরিষদের কর্তৃত্ব কমাতে বলেছে তাই তাদের কোটা ৩টি থেকে একটি কমিয়ে ২টিতে আনা হয়েছে।

সামনে হয়তো এটা নাও থাকতে পারে। এনএসসি গঠনতন্ত্রের অনুমোদন দিতে পারে, চাইলে নাও দিতে পারে। কিন্তু তারা পরিবর্তনের ক্ষমতা একেবারেই রাখে না। ’

গঠনতন্ত্র নিয়ে এ সময় তিনি আরও বলেন, ‘২০০৮ এর পরে যে গঠনতন্ত্রটা পরিবর্তন করা হয়েছিল, ওটা যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমোদন পায়নি সেজন্য আমাদের  ক্ষেত্রে একটি গ্যাপ তৈরি হয়েছিল। যে কারণেই আমরা ওই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে পারিনি। তাছাড়া আইসিসির গাইডলাইন যেহেতু ওটার মধ্যে ছিল না সেজন্য ওই সময়কার কিছু জিনিস আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে। সেটা করে আমরা যেটা করেছি, ২০০৮ থেকে এই পর্যন্ত যতগুলো এজিএম ও ইজিএম হয়েছে আমরা এই সভায় অন্তর্ভুক্ত করে অনুমোদন নিয়ে রেখেছি। ’

উল্লেখ্য, বিভিন্ন জেলা ও ক্লাব থেকে আগত ১৩৩ জন কাউন্সিলরের উপস্তিতিতে সোমবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহু কাঙ্খিত বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।