ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিএসইসি’র শুভেচ্ছা দূত সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
বিএসইসি’র শুভেচ্ছা দূত সাকিব ছবি: জি এম মুজিবর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ তথ্য জানান।

বাংলাদেশ এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে দক্ষিণ আফ্রিকায়। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শেষ করেছে মুশফিকের দল।

তবে, টাইগারদের সেরা তারকা সাকিব টেস্ট থেকে বিশ্রাম চাওয়ায় এ মুহূর্তে দেশেই অবস্থান করছেন। ছবি: জি এম মুজিবর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমশুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর সাকিব জানান, ‘এখান থেকে আমাদের দেশের জন্য অনেক বড় কিছু করা সম্ভব। এ কারণেই আমার এখানে আসা। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আমি আমেরিকা এবং ইংল্যান্ডে গিয়েছি। বিশেষ করে ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় অনেক প্লেয়ারকে দেখতাম পড়াশুনা করত। যখন আমি ওদের জিজ্ঞেস করেছি কি নিয়ে পড়াশুনা করছেন। তখন তারা জানিয়েছে, স্টক একচেঞ্জ নিয়ে পড়াশুনা করছি। তারা সব সময় পড়াশুনা করেই বিনিয়োগটা করে। ’

সাকিব আরও যোগ করেন, ‘আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, পড়াশুনা করে জেনে-বুঝে, দেখে-শুনে সবকিছু যাচাই-বাছাই করে আপনারা বিনিয়োগ করবেন। কারণ আল্টিমেটলি এটা আপনাদের টাকা, আপনাদের সম্পদ। আপনাদের কাছে যেন ভালো ভাবে রিটার্ন আসে সেটা আপনাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করবো এই কাজগুলো ভালোভাবে করবেন। দেশের অর্থনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ’ছবি: জি এম মুজিবর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭ 
এসই/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।