ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে সাকিব-তামিমদের সাথে আরও তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
পিএসএলে সাকিব-তামিমদের সাথে আরও তারকা ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর নিয়ে বেশ আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে আসন্ন আসরের জন্য সাত বিদেশি তারকা খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

সাত ক্রিকেটারের মধ্যে অন্যতম হলেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, মিচেল জনসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। তবে খেলোয়াড়রা কোন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তা জানায়নি পিসিবি।

 

পিএসএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, ‘পাকিস্তানে জন্মগ্রহন করা দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির পিএসএলের আগামী আসরে অংশ নেবেন। ’ এদিকে, পিসিবি প্রধান নাজাম শেঠি নিজ টুইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছেন। নিজ টুইটারে শেঠি লিখেছেন, ‘খুবই ভালো খবর। পিএসএলের জন্য আরও কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ হলো। ’

পিএসএলের গত দুই আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। দ্বিতীয় আসরের ফাইনালটি হয়েছিল পাকিস্তানের লাহোরে। আমিরাতে সাকিব-তামিম খেলেছিলেন। আরও খেলেছিলেন মুশফিক-মাহামুদুল্লাহ। গত আসরের ফাইনালে লাহোরে সাকিব-তামিমরা খেলতে না গেলেও খেলেছিলেন বাংলাদেশের আরেক ওপেনার এনামুল হক বিজয়। কিছুদিন আগেই লাহোরে বিশ্ব একাদশের হয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তামিম।

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্ব একাদশ ও পাকিস্তানের সিরিজটি সম্পন্ন হয়। পিএসএলের ফাইনাল আর এই সিরিজে সাফল্য আসার পর পিসিবি আবারো আগ্রহী হয়ে উঠেছে দেশটিতে বড় পরিসরে ক্রিকেট ফেরাতে। যেখানে আসন্ন পিএসএলের বেশ কিছু ম্যাচ তারা পাকিস্তানে আয়োজন করতে চায়। যার জন্য বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য লোভনীয় প্রস্তাব রাখা হয়েছে। দেশটির মাটিতে বিদেশি ক্রিকেটাররা প্রতি ম্যাচ খেলে পাবেন ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ ২০ হাজার টাকা। আর এই প্রস্তাব দেয়া হয়েছে, বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের ইয়ন মরগানদের মতো সেরা তারকাদের। খুব শিগগিরই পিএসএলের সূচিও ঘোষণা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।