এমন প্রশ্নে দু’ভাবে উত্তর দিলেন ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘আমার মনে হয় কোহলি একদিনের ক্রিকেটে শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে।
শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলির তুলনা করতে গিয়ে সৌরভ বলেন, ‘এভাবেই দু’জনের মধ্যে তুলনা করা উচিত নয়। শচীন একটা জেনারেশন থেকে বড় হয়েছে। কোহলি অন্য জেনারেশনে প্রতিনিধিত্ব করছে। ’
এদিকে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট ও কোহলির মাঝে দ্বন্দ্ব নিয়ে অধিনায়কের পাশে দাঁড়ালেন গাঙ্গুলি। গতকাল ‘টিম ইন্ডিয়া’র ক্যাপ্টেন কোহলি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়নি। ঠাসা ক্রীড়াসূচি তাদের প্রস্তুতিতে বাধা দিয়েছে।
কোহলির বক্তব্যকে সমর্থন করে সৌরভ বলেন, ‘কোহলি ভারতীয় দলের ক্রীড়াসূচি নিয়ে যা বলেছে সেটা একেবারে ঠিক। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছিল। ’
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
এমএমএস