ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কে এই বিস্ময় ক্রিকেটার মুজিব?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কে এই বিস্ময় ক্রিকেটার মুজিব? ছবি: সংগৃহীত

বিপিএলের চলমান আসরে অংশ নিতে কুমিল্লা শিবিরে নতুন এক আফগান তরুণ যোগ দিয়েছেন। নাম তার মুজিব জাদরান। শুক্রবার (২৪ নভেম্বর) সংবাদ মাধ্যমগুলোতে নামটি দেখার পরই কেমন চেনা চেনা লাগলো। কে যেন এই মুজিব জাদরান? সম্বিৎ ফিরে পেতে সময় লাগলো না।

আরে এ তো সেই মুজিব জাদরান যে কীনা সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে রীতিমতো মূর্তমান ত্রাস হয়ে উঠেছিলেন। তারই স্পিন বিষে নীল হয়ে শিরোপার খুব কাছে গিয়েও তা হারিয়েছে ২০১২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান।

আর প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল দক্ষিণ এশিয়ার তালেবান বিধ্বস্ত এই দেশটি।  

একটি দু’টি নয় ১৯ নভেম্বর কুয়ালালামপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে তার অফস্পিন ঘূর্ণিতে ক্রিজ ছাড়া করেছেন ৫ পাকিস্তানি ব্যাটসম্যানকে। সেমি ফাইনালে তো আরও দুর্দান্ত ছিলেন। ৬ নেপালি ব্যাটসম্যানকে দেখিয়েছিলেন প্যাভিলনের পথ।

মোট ২০ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা বোলারের মুকুটটি তিনিই জিতেছিলেন।

কম যাননি সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বলতে গেলে তার কাছেই সিরিজ হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ (৩-১)। ৫ ম্যাচ সিরিজের ওয়ানডেতে মুজিব শিকার করেছিলেন সর্বোচ্চ ১৭টি উইকেট।

সেই মুজিব জাদরান শুক্রবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন। মুজিব বয়সে একেবারেই তরুণ (১৬ বছর)। এত অল্পবয়সী খেলোয়াড় বিপিএলে চলতি আসরের কেউই নেই। কী দেশি, কী বিদেশি।

তুখোড় এই তরুণের পারফরম্যান্সেই হয়তো ২০১৫ বিপিএলের শিরোপাজয়ী কুমিল্লা তাকে দলে ভিড়িয়েছে। শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচেই তার নামার কথা ছিলো। কিন্ত নামেননি। তবে পরবর্তী ম্যাচগুলোতে যে তাকে ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখতে হবে না সেটা খুব সহজেই অনুমেয়।

এমন বিধ্বংসী বোলারকে দলে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডাগআউটে বসিয়ে রাখলে সেটা তাদের অদূরদর্শিতা বই আর কিছুই নয়। ধরেই নিচ্ছি যেহেতু তিনি গতকালই এসেছেন তাই কিছুটা ক্লান্তি এবং টিম কম্বিনেশনের জন্যই রাজশাহীর বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি।

সন্দেহ নেই প্লেয়ার বাছাইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার যথেষ্টই দূরদর্শিতার পরিচয় দিয়েছে। গেইল, ম্যাককালাম, পোলার্ড কিংবা আফ্রিদির মতো তারকা খেলোয়াড়রা না থাকলেও তামিম ইকবাল, শোয়েব মালিক, জশ বাটলার ও আফগান লেগি রশিদ খানের হাত ধরে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে বেশ দাপটের সাথেই টিকে আছে।

ঢাকার প্রথম পর্ব শেষে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে ছিলো। ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্স তাদের সেই জায়গা দখল করায় দুইয়ে নেমে গেছে। পরের ম্যাচগুলোতে মুজিব জাদরান সেরা একাদশে জায়গা পেলে হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার হয়তো কুমিল্লার জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।