ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের ইনিংস ব্যবধানে হারালো কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ক্যারিবীয়দের ইনিংস ব্যবধানে হারালো কিউইরা ছবি:সংগৃহীত

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ৬৭ রানের বড় ব্যবধানে পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজ। ১৭২ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়রা ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে গুটিয়ে যায়।

খেলার তৃতীয় দিন ২১৪ রানে দুই উইকেট হারানো সফরকারীরা মাঠ ছাড়লো ভালো কিছুর সম্ভাবনা জাগে। তবে চতুর্থ দিন বাকি আট উইকেটে মাত্র ১০৫ রান যোগ করতে পারে জেসন হোল্ডারের দল।

 

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। এছাড়া আগের দিনই ৬৬ রানে বিদায় নেন শিমরন হেটমায়ার। কিউই বোলারদের সম্মিলিত প্রচেষ্টায়ই মূলত শেষ হয় তাদের ইনিংস। সর্বোচ্চ তিনটি উইকেট পান ম্যাট হেনরি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিল। জবাবে নয় উইকেট হারানো কিউইরা ৫২০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে সাত উইকেট সহ মোট নয় উইকেট পাওয়া ওয়াগনার ম্যাচ সেরা হন।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ হেড টু হেডে ১৪-১৩ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। ইতিহাসে এবারই প্রথমবার লিড পেল দলটি।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।