ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবাক হননি আল আমিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
অবাক হননি আল আমিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিজের অবৈধ বোলিং অ্যাকশনের খবর শুনে মোটেও অবাক হননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল আমিন হোসেন। বরং বিষয়টি তিনি স্পোর্টিং হিসেবেই নিয়েছেন। প্রসঙ্গটি তাকে একেবারেই বিচলিত করতে পারেনি।

আল আমিন জানালেন, ‘ক্রিকেট খেলায় অবাক হওয়ার মতো কিছুই নেই। কখনও খারাপ সিদ্ধান্ত আসবে আবার ভালো সিদ্ধান্ত আসবে।

কখনও আপনার অনুকূলে আসবে কখনও প্রতিকূলে যাবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। ’

আল আমিনের ক্ষেত্রে অবৈধ বোলিং অ্যাকশন নতুন কোনো বিষয় নয়। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। পরে দুই দফা পরীক্ষা দিয়ে তিনি বৈধতা পান। সেজন্যই তিনি এতটা নির্ভার। তবে বাস্তবতাকে উপেক্ষা করতে চাইছেন না। বিপিএলের পর তার বোলিং অ্যাকশন পরীক্ষার পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে তবে তা শোধরাতে তিনি প্রস্তুত।

আল আমিন আরও জানান, ‘এর আগে ২০১৪ সালে একবার এমন হয়েছিল। আমি বোলিং পরীক্ষা দিয়েছিলাম। কিছুই হয়নি। অ্যাকশনটা ঠিক ছিল তাই শোধরানোর প্রয়োজন হয়নি। তাই এখন আমি সেভাবেই বোলিং করছি। এবার যদি কোনো ত্রুটি পায় তাহলে শোধরাতে হবে। তা না হলে ভালো হলেই সব ভালো। ’

সোমবার (৪ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শেষে তিনি একথা বলেন।

আল আমিন এসময় কথা বলেন বিপিএলে নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উড়ন্ত পারফরম্যান্স নিয়েও। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পযেন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করায় এখন তারা দ্বিতীয় শিরোপা জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

‘অবশ্যই এই জয়গুলো আমাদের শিরোপা জয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে এখন প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। আমরা একটি ম্যাচ করে টার্গেট করছি। গ্রুপ পর্ব পার হয়ে আমরা শেষ চারে উঠেছি। শেষ চারে ডু অর ডাই ম্যাচ। এখানেও আমরা চেষ্টা করবো গ্রুপ পর্বের ভালো খেলাটা অব্যাহত রাখতে। ’ যোগ করেন আল আমিন।

কুমিল্লা ছাড়া শেষ চারের অন্য তিন দল হলো ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স।        

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।