ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারানোর ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা কুশল পেরেরা।

ইনফর্ম টেস্ট ক্যাপ্টেন দিনেশ চান্দিমালের ওডিআইতে জায়গা মেলেনি। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা কুশল মেন্ডিস সুযোগ না পেলেও পেসার নুয়ান প্রদীপকে রাখা হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডের বাইরে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাও স্কোয়াডে ফিরেছেন। গত জুলাইয়ে হওয়া সার্জারি কাটিয়ে ওঠা অলরাউন্ডার আসিলা গুনারত্নেকে যুক্ত করা হয়েছে, যিনি গত মাসে চারটি পুরস্কার জিতে লঙ্কান অ্যাওয়ার্ড অনুষ্ঠান আলোকিত করেন।

এ সিরিজ দিয়ে রঙিন পোশাকে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা। সম্প্রতি উপুল থারাঙ্গাকে সরিয়ে তার কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর ধর্মশালায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দু’টি ১৩ ও ১৭ ডিসেম্বর। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিতে (২০, ২২, ২৪ ডিসেম্বর) মুখোমুখি হবে দু’দল। বর্তমানে চলছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে বিরাট কোহলির দল।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড: থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দানুস্কা গুনাথিলাকা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, আসিলা গুরারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), চাতুরাঙ্গা ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, সাদিরা সামারাভিকরামা, দুশমান্থা চামিরা, সাচিত পাথিরানা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।