ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের টিকিট পেতে তামিমদের টার্গেট ১৯২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ফাইনালের টিকিট পেতে তামিমদের টার্গেট ১৯২ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সরাসরি বিপিএলের ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম কোয়ালিফায়ারে লড়ছে লিগ পর্বের দুই শীর্ষ টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালদের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে সাকিবের ঢাকা। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সর্বোচ্চ ৪৭ রান (৩২ বল) আসে ক্যারিবীয় ওপেনার এভিন লুইসের ব্যাট থেকে। জো ডেনলি ২৫ বলে ৩২ (রানআউটট), কাইরন পোলার্ড ১৮ বলে ৩১, শহীদ আফ্রিদি ১৯ বলে ৩০ করে ১৯তম ওভারে আউট হন।

মোসাদ্দেক হোসেন সৈকত ৩, অধিনায়ক সাকিব আল হাসান ৯ রানে সাজঘরে ফেরেন। সুনীল নারাইন ৪ বলে ৯ ও জহুরুল ইসলাম ৩ রানে অপরাজিত থাকেন।

চার ওভারে ১৬ রান খরচায় তিনটি উইকেট লাভ করেন পাকিস্তান পেসার হাসান আলী। ৪৫ রানের খরুচে বোলিংয়ে ২ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। অন্যটি শোয়েব মালিকের।

লিগ পর্বে দু’বারের মুখোমুখি দেখাতেই শীর্ষস্থানধারী কুমিল্লার কাছে হেরে মাঠ ছাড়ে ঢাকা। সেখান থেকে বাড়তি অনুপ্রেরণা নিতেই পারে ভিক্টোরিয়ান্স শিবির। অন্যদিকে মধুর প্রতিশোধ নিতে চোখ রাখছে ডায়নামাইটস।

শুক্রবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম আসরের প্লে-অফ পর্ব মাঠে গড়ায়। ‘মাস্ট উইন’ এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে খুলনা টাইটান্সকে স্রেফ উড়িয়ে দেয় রংপুর রাইডার্স। ১৬৮ রানের লক্ষ্যটা ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় মাশরাফির দল। মাত্র ৫১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’। এক গেইলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাহমুদউল্লাহর দল।

ঢাকা ও কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আগামী ১০ ডিসেম্বর রংপুরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। নকআউটের লড়াইয়ে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।

ঢাকা একাদশ: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনীল নারাইন, জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ সাদ্দাম।

কুমিল্লা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জস বাটলার, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, হাসান আলী, আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।