ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ঢাকায় জিম্বাবুয়ে দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
অবশেষে ঢাকায় জিম্বাবুয়ে দল ঢাকায় জিমাবুয়ে ক্রিকেট টিম

দু’দফা তারিখ পেছানোর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে অবশেষে শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার পর ঢাকায় পা রেখেছে জিমাবুয়ে ক্রিকেট টিম। আসন্ন সিরিজটিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে বহনকারী বিমান শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় অবতরণের কথা রয়েছে।

শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এলেও জটিলতার মুখে পড়ে জিম্ববুয়ের আগমন। প্রথমে ১০ জানুয়ারি দলটির ঢাকায় আসার কথা ছিল।

প্রথম দফায় পিছিয়ে ১১ জানুয়ারি করা হয়। কিন্তু পরে তাও পিছিয়ে যায়।

বিলম্বের কারণ হিসেবে জানা যায়, দলটির খেলোয়াড়-কর্মকর্তাদের বাংলাদেশে আসার বিমানের টিকিট আগে থেকে বুকিং দেয়া ছিল না। একসঙ্গে এতগুলো টিকিটিও পাওয়া যাচ্ছিল না, তাই বারেবারে সিডিউল পিছিয়ে দেওয়া হয়।

এর জেরে প্রস্তুতি ম্যাচও বাতিল করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুইয়ানদের ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা ছিল।

ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাশমান্থা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।

প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।

এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি:

১৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

১৭ জানুয়ারি – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

১৯ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২১ জানুয়ারি -–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

২৩ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

২৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২৭ জানুয়ারি – ফাইনাল

সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু বেলা ১২টায়। ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।