মারকিউ চার্টে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের সুবাদে কলকাতার ঘরের ছেলে হয়ে যাওয়া সাকিবকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
সাকিব-মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টিতে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন মিরাজ ও লিটন। মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। সাকিব বাদে অন্যদের ৫০ লাখ রুপি।
৩৬ জন ক্রিকেটারের সবোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপি। এর মধ্যে ভারতের ১৩ জন। অন্যতম আকর্ষণ এলিট বা মারকিউ খেলোয়াড় দুই সেটে আটজন করে মোট ১৬ জন। এরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, অজিঙ্কা রাহানে, মিচেল স্টার্ক, বেন স্টোকস। সেট ‘টু’তে ডোয়াইন ব্রাভো, গৌতম গম্ভীর, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, হরভজন সিং, যুবরাজ সিং, কেন উইলিয়ামসন। নিলামে প্রত্যেকের দর শুরু হবে ২ কোটি রুপি থেকে।
বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বহুল প্রতিক্ষীত আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমআরএম