১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন রুট-মরগানরা। টানা তিন ম্যাচ জিতে ৩-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
টিম পেইন ৩১ রানে অপরাজিত থাকেন। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৬২। ৮ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। ক্যামেরন হোয়াইট ১৭, অধিনায়ক স্মিথ ৪৫, মিচেল মার্শ ৫৫, মার্ক স্টইনিস ৫৬ রান করেন। দু’টি করে উইকেট নেন মার্ক উড, ক্রিস উকস ও আদিল রশিদ।
এর আগে টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৩০২ রান তোলে ইংল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়ে ১০০ রানেই অপরাজিত থাকেন জস বাটলার। দুই ওপেনার জেসন রয় ১৯, জনি বেয়ারস্টো করেন ৩৯। ক্যারিয়ারের শততম ওয়ানডেতে ২৭ রানে বিদায় নেন জো রুট। অধিনায়ক মরগান ৪১ ও বাটলারের সঙ্গে ৫৩ রানে অপরাজিত থাকেন উকস।
জশ হ্যাজলউড নেন দু’টি উইকেট। একটি করে পান প্যাট কামিন্স, স্টইনিস, অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ। উইকেটশূন্য থাকেন মিচেল স্টার্ক।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমআরএম