‘সত্যি আমার নিজের কাছে খারাপও লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিৎ ছিল।
এই তো সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। এবার তার সামনে আরেকটি মাইলফলকের হাতছানি। এটি অবশ্য ওয়ানডেতে। আর ৬৬ রান হলেই এই ফরম্যাটে পৌঁছে যাবেন ৬ হাজারের কোঠায়। বর্তমানে তার রান ৫৯৩৪। এই দুই মাইলফলকের মধ্যে কোনোটিকেই ছোট করে দেখছেন না লাল-সবুজের এই টি টোয়েন্টি সহ-অধিনায়ক।
‘দুটোই মাইলফলক। কেউ দশ হাজার রান করলে এটা অবশ্যই মাইলস্টোন। জানি না কয়জন করছে। সাকিবের ১০ হাজার হয়েছে, মুশফিক সব মিলিয়ে ৩০০ ম্যাচ খেলেছে। এটাও মনে হয় না যে খুব বেশি মানুষ করেছে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যেটা “দ্যাট ইন্ডিভিজ্যুয়াল ফিলস গুড”। বাংলাদেশের ক্রিকেটে দুই, তিন বছর হলো ভালো খেলতে শুরু করেছে। আমাদের সত্যি কথা কোনো রেকর্ডও একসময় হয়তো ছিল না। কারণ আমরা শিখছিলাম। আমরা খুব নতুন ছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে। এচিমভেন্ট করা শুরু করছি সেলিব্রেট করা উচিৎ। ’-যোগ করেন তামিম।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস