শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বোর্ডের মিডিয়া উইং জানিয়েছে, ‘এক্স-রেতে কোন চিড় ধরা পড়েনি।
এদিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ৪১তম ওভারে মোস্তাফিজের একেবারে প্রথম বলে লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সিঙ্গেলস নেয়ার সময় তা ঠেকানোর লক্ষ্যে সাকিব এক্সট্রা কাভার থেকে ছুটে যান। বলটি স্ট্যাম্পে থ্রো করার সময় তিনি পড়ে যান। ওই সময় নিজের পুরো শরীরের ভার হাত দিয়ে প্রতিহত করতে গেলে আঙ্গুলে চোট পান।
পড়ে যাওয়ার পর কিছুক্ষণ স্ট্যাম্পের অদূরে তাকে শুয়ে থাকতে দেখা য্য়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যালে। সেখান থেকে চোটগ্রস্থ আঙ্গুলের এক্স-রে করতে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস