ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের উড়িয়ে পঞ্চমের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
ইংলিশদের উড়িয়ে পঞ্চমের লড়াইয়ে বাংলাদেশ ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ প্লে-অফ সেমিফাইনালে পাঁচ উইকেটের দাপুটে জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আফিফ হোসেন।

ইংলিশদের ২১৬ রানে গুটিয়ে দিয়ে ১৫ বল হাতে রেখে অনায়াসেই জয়োল্লাসে মাতে লাল-সবুজের জার্সিধারীরা। সাবলীল ব্যাটিংয়ে ৭১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন আফিফ।

অধিনায়ক সাইফের ব্যাট থেকে আসে ৫৯। মোহাম্মদ রাকিব ২৮ ও শাকিল হোসেন ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফিফ-অনিক-হাসান মাহমুদদের বোলিং তোপে ৪৭.২ ওভারে ইংল্যান্ডের সবকটি উইকেটের পতন ঘটে। ওপেনার লিয়াম ব্যাংকস ৭৪, দলপতি হ্যারি ব্রুক ৬৬, জ্যাক ড্যাভিয়েস ২৬ ও প্রেম সিসোডিয়া ২০ রান করেন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।

আফিফ বাঁহাতি ব্যাটসম্যান হলেও বোলিংটা ডানহাতে করেন। অফস্পিনে তিন ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান। পেসার হাসান মাহমুদও তিনটি উইকেট নেন। দু’টি পেয়েছেন কাজী অনিক।

ছবি: সংগৃহীতগত ১৮ জানুয়ারির গ্রুপ পর্বের ম্যাচটিতে টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশকে ১৭৫ রানে অলআউট করে ৭ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেরাই অসহায় আত্মসমর্পণ করলো।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানের বড় ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অ-১৯ টিম। শেষ আটে অস্ট্রেলিয়ার কাছে হার মানে ইংলিশরা। সুপার লিগের কোয়ার্টারে হেরে যাওয়া চারটি দল স্থান নির্ধারণী ম্যাচের আগে প্লে-অফ সেমিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে অপর ম্যাচটিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের বিপক্ষেই আগামী ৩১ জানুয়ারি (বুধবার) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে টিম বাংলাদেশ। কুইন্সটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়। আগেরদিন একই গ্রাউন্ডে একই সময়ে সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করার মিশনে কিউইদের মোকাবিলা করবে ইংলিশরা।

ফাইনাল ৩ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু)। সেমির লাইনআপ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ও ভারত-পাকিস্তান। যথাক্রমে ২৯ ও ৩০ জানুয়ারি হাইভোল্টেজ ম্যাচ দু’টি (ভোর সাড়ে ৩টা থেকে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।