গেইলকে ছাড়া আইপিএল। ভাবা যায়! শনিবার (২৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠানের প্রথম দিনে অবিক্রীত থেকে যান।
কিন্তু অবিশ্বাস্যভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের অপরিহার্য নাম গেইলের জন্য কেউই বিড করলো না। দ্বিতীয়বারের মতো অবিক্রীত থেকে যান। এলিট ক্যাটাগরিতে (মারকিউ খেলোয়াড়) থাকা এই অভিজ্ঞ মারকুটে ওপেনারের ভিত্তি মূল্য ধরা হয় ২ কোটি রুপি।
আইপিএলে গেইল যুগের সমাপ্তি হয়ে গেল তাহলে! একাদশ আসরে নিশ্চিতভাবেই তার চার-ছক্কার মারদাঙ্গা ব্যাটিং মিস করবেন দর্শকরা।
গত বছরের ডিসেম্বরে এলিমিনেটর ও ফাইনালে ঝড়ো সেঞ্চুরিতে রংপুর রাইডার্সকে বিপিএল শিরোপা জেতান গেইল। আইপিএলে তার জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এপ্রিলে শুরু হতে যাওয়া একদশ আসরে নিজেই দর্শক বনে যাওয়ার শঙ্কায় টি-টোয়েন্টির এই মেগাস্টার।
আইপিএল ক্যারিয়ারে কলকাতা নাইট রাইর্ডাস ও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন গেইল। চতুর্থ আসর থেকে বেঙ্গালুরুর জার্সিতে মাঠ মাতিয়েছেন। সব মিলিয়ে ১০১ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬২৬। ব্যাটিং গড় ৪১.২০। স্ট্রাইক রেট ১৫১.২০!
আইপিএলে সর্বাধিক সেঞ্চুরির মালিক গেইল। ঝড়ো শতক হাঁকিয়েছেন পাঁচবার। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে (৩০ বলে)। সর্বোচ্চ রানের ইনিংস ১৭৫ অপরাজিত।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম