ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচে ভারসাম্য দেখছেন সামারাবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ম্যাচে ভারসাম্য দেখছেন সামারাবীরা বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের একটি মুহূর্ত/ছবি- শোয়েব মিথুন

ঢাকা: রাজ্জাক, তাইজুলের স্পিন বিষে নীল হয়ে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ২২২ রানে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের সলিল সমাধি হয়েছে। স্বল্প রানের লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দিন শেষে স্কোর বোর্ডে ৫৪ রান যোগ করে হারিয়েছে ৪ উইকেট। ফলে সফরকারীদের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।

তাই আপাতদৃষ্টিতে লঙ্কানরাই এগিয়ে, মনে হলেও ম্যাচে ভারসাম্য দেখছেন লঙ্কান ব্যাটিং উপদেষ্টা থিলান সামরাবীরা। ‘আমার মনে হয় ম্যাচে ভারসাম্য বিরাজ করছে।

কারণ আমাদের আরও ৬টি উইকেট নিতে হবে, আরও একটি ইনিংস ব্যাটিং ও বোলিং করতে হবে। তবে আমাদের ৩০ রান কম হয়ে গেছে। ২৪০-২৫০ রানই ঢাকার উইকেটে ঢেড়। দিনশেষে আমরা ওদের চারটি উইকেট নিতে সক্ষম হয়েছি। তাই ম্যাচে ভারসাম্যই বিরাজ করছে। ’

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তিনি একথা বলেন।

ঢাকার উইকেট স্পিনবান্ধব একথা ম্যাচের আগের দিনই দু’দলের অধিনায়ক বলে রেখেছেন। ম্যাচেও তার প্রতিফলন দেখা গেলো। প্রথম দিন দু’দলের উইকেট পড়েছে মোট ১৪টি। এর মধ্যে ১০ উইকেটই স্পিনারদের দখলে। প্রথম দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত উইকেট দেখে মনে হয়েছে এটা ব্যাটসম্যানদের জন্য নিছক নরক ছাড়া আর কিছুই নয়।

কিন্তু বাংলাদেশের সাবেক এই ব্যাটিং পরামর্শক বিষয়টিকে মোটেও এভাবে দেখছেন না। ‘দেখেন এটা ঢাকার পিচ। আমরা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন উইকেট দেখেছি। আপনি একথা বলতে পারেন না এটা ব্যাটসম্যানদের খেলার অনুপযোগী। চট্টগ্রামের উইকেটের সঙ্গে এখানকার উইকেটের বিস্তর ব্যবধান। তবে অবশ্যই আমি এই উইকেটে খুশি। ’

সংবাদকর্মীরা এসময় তার কাছে জানতে চান মিরপুরের উইকেটে কে এগিয়ে থাকছে? উত্তরে সামারাবীরা জানান, ‘বলা কঠিন। শ্রীলঙ্কার জন্য গল যেমন, মিরপুরও বাংলাদেশের জন্য তেমনি। মিরপুরের উইকেটে প্রভাব বিস্তার করে বাংলাদেশ। তাই বলা কঠিন কোনো দল এখানে এগিয়ে থাকবে। কিন্তু আমরা যা করার কালই করবো। দিনের প্রথম দুই ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আরও টাইট বোল করতে হবে এবং ওদের ওপর চাপ তৈরি করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।