বৃষ্টির কারণে এদিন খেলা ২০ ওভার থেকে ১৬ ওভারে নেমে আসে। যেখানে প্রথমে ব্যাট করা পেশাওয়ার নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অবশ্য ওপেনার মুক্তার আহমেদকে হারায় করাচি। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে জয়ের স্বপ্ন জাগান জো ডেনলি ও বাবর আজম। তবে বাবর ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ করে হাসান আলীর বলে বিদায় নেন। শেষ দিকে ডেনলি চেষ্টা করলেও আর হয়নি। ৪৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ করে অপরাজিত থাকেন ডেনলি।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কামরান ও আন্দ্রে ফ্লেচারের শতরানের জুটিতে শুরুটা দারুণ করে পেশাওয়ার। ফ্লেচার ৩০ বলে ৩৪ করেন। কিন্তু মাত্র ২৭ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৭৭ করে বিদায় নেন আকমল। শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামি ১২ বলে ২৩ করেন।
আগামী ২৫ মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে পেশাওয়ার।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
এমএমএস